‘বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে তা হলো ইনসাফ প্রতিষ্ঠার বিপ্লব’

ভূজপুর থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলায় ভূজপুর থানা জামায়াতের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে দাঁতমারা মাদ্রাসার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ভূজপুর থানা জামায়াতের সহসেক্রেটারি মো. আবু তাহেরের সঞ্চালনায় ও ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার।

এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল জব্বার, চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সহসেক্রেটারি ফজলুল করিম, চকবাজার থানা আমির মো. খালেদুর রহমান, ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইউসূপ বিন সিরাজ, লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, রাঙ্গামাটি জেলা শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফি প্রমুখ।

বক্তব্যে মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, বাংলাদেশে আরো একটি বিপ্লব সংঘটিত হবে, তা হলো ইনসাফ প্রতিষ্ঠার বিপ্লব। যে বিপ্লবের মাধ্যমে সব ধরনের বৈষম্যের অবসান ঘটবে। জুলাইআগস্টের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পতনের পর, চাঁদাবাজির মহোৎসব চলছে। বিগত সরকারের আমলে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে এখন আরো চাঁদাবাজির নতুন নতুন ক্ষেত্র বেড়েছে। এই চাঁদাবাজদের ধরে আইনের আওতায় তুলে দিতে হবে। আমরা কষ্টে ছিলাম কিন্তু আইন হাতে তুলে দেয়নি। আমাদের ইসলাম এবং দল ধৈর্য ধারণ করা শিখিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবুল মনজুরের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পরবর্তী নিবন্ধদীর্ঘ ১৭ বছর পর মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করেছে