বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

| শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে ৯ জুলাই শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। খবর বিডিনিউজের।
শোক পালনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় শোক পালনের দিনে শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৪ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন শিনজো আবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন একটা, কত মণ মাংস হবে
পরবর্তী নিবন্ধশিনজো আবেকে গুলি করে হত্যা