‘বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য’

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, আগামীতে বাংলাদেশে কী ধরনের নির্বাচন হবে তা অবশ্যই এ দেশের জনগণ নির্ধারণ করবে। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য প্রত্যাশা করে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। খবর বাংলানিউজের।
গতকাল সোমবার বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার বলেন, বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়। এছাড়াও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের জন্যে জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে যে সময়সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও বাংলাদেশে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। স্মৃতিসৌধ ঘুরে দেখে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ব্রিটিশ হাইকমিশনার।

পূর্ববর্তী নিবন্ধকাতার বিশ্বকাপে রেফারিদের কো-অর্ডিনেটর রাঙ্গুনিয়ার শিয়াকত
পরবর্তী নিবন্ধএক দফার আন্দোলনে একমত হয়েছে বিএনপি ও এলডিপি