বাংলাদেশের ৪৫ সিনেমা নিয়ে কলকাতায় উৎসব

| সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের একগুচ্ছ চলচ্চিত্র নিয়ে কলকাতার নন্দনে শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আগামী ২৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত। উৎসবে দেখানোর জন্য প্রাথমিকভাবে ৪৫টি সিনেমা বাছাই করেছে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ই চারদিনের উৎসবের আয়োজন করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ জানান, সিনেমা বাছাইয়ের জন্য গত ১২ জুলাই বৈঠকে বসেছিলেন তারা। খবর বিডিনিউজের।

সেখানে প্রাথমিকভাবে ৪৫টি সিনেমা বাছাইয়ের সিদ্ধান্ত হয়, এর মধ্যে পাঁচটি প্রামাণ্যচিত্র এবং দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে। ফারুক আহমেদ গ্লিটজকে বলেন, এই ৪৫ সংখ্যাটি চূড়ান্ত নয়, সেটি কমবেশিও হতে পারে। কারণ কেউ যদি উৎসবে অংশ নিতে না পারেন, সেক্ষেত্রে সংখ্যাটি কমে যেতে পারে। উৎসবে কতটি সিনেমা অংশ নিচ্ছে, সেটি আরও ২/৩ দিন পরে বোঝা যাবে। প্রাথমিক তালিকায় কোরবানির ঈদের মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’, আফরান নিশোতমা মির্জার ‘সুড়ঙ্গ’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’র নাম আছে। এছাড়া গত বছরে প্রেক্ষাগৃহে দর্শকের জোয়ার তোলা সিনেমা, ‘হাওয়া’ ও ‘পরাণ’ দেখানো হবে উৎসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তরুণ বয়সের সময়কাল নিয়ে নির্মিত সিনেমা ‘দুঃসাহসী খোকা’, ‘চিরঞ্জিব মুজিব’, এবং একাত্তরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে বানানো ‘রেডিও’ তালিকায় রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমাগুলোর মধ্যে আছে, ‘গেরিলা’, ‘স্ফুলিঙ্গ’, ‘মা’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘জেকে ১৯৭১’, এবং গত বছর মুক্তি পাওয়া ‘দামাল’। এছাড়া, ‘রিকশা গার্ল’, ‘বিউটি সার্কাস’, ‘গুণীন’, ‘পাপপূণ্য’, ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমা দেখানো হবে উৎসবে। আরও দেখানো হবে ‘ন ডারাই’,‘গলুই’, ‘গণ্ডি, ‘আয়নাবাজি, ‘দেবী’, ‘রেহানা মরিয়ম নূর’ এর মত পুরস্কার পাওয়া এবং সাড়া ফেলা কিছু সিনেমা। নিজস্ব অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ এবং বাংলাদেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা দুটি চলচ্চিত্র উৎসবে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। প্রামাণ্যচিত্র ক্যাটাগরিতে দেখানো হবে ‘হাসিনা এ ডটারস টেল’। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই সিনেমাগুলোর নামের তালিকা চূড়ান্ত বাছাইয়ের জন্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে পাঠানো হবে। এরপর মন্ত্রীর করা চূড়ান্ত তালিকায় যেসব সিনেমার নাম আসবে, সেগুলোই উৎসবের জন্য মনোনীত করা হবে। ফারুক আহমেদ জানান, চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে, সেখানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। এছাড়া বাংলাদেশভারত দুই দেশের এক ঝাঁক তারকাশিল্পীও উৎসবে থাকছেন।

পূর্ববর্তী নিবন্ধদুই যুগের বন্ধনে তৌকির-বিপাশা
পরবর্তী নিবন্ধলাকী আখন্দের স্মরণে ‘ঘুম ঘুম’