বাংলাদেশের সুপার এইট পর্ব শুরু কাল সকালে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২০ জুন, ২০২৪ at ১০:০২ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মত তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। আগের রেকর্ড ছিল দুই ম্যাচ জয়ের। এখন সে রেকর্ড বাড়িয়ে নেওয়ার মিশন টাইগারদের। আর সে মিশনে সুপার এইট পর্বে কাল শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে গ্রুপ রানারআপ হয়ে সুপার এইটে এসেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ।

অপরদিকে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে শেষ আটে একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাই কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হবে বাংলাদেশকে সেটা বলাই যায়। অস্ট্রেলিয়ার ব্যাটার এবং বোলাররা রয়েছে দারুন ফর্মে। অপরদিকে বাংলাদেশের বোলাররা দারুন ছন্দে থাকলেও ব্যাটাররা রয়েছেন একেবারেই ছন্দহীন।

বিশেষ করে টপ অর্ডারে সৌম্য সরকার, লিটন দাস, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন রান করতেই ভুলে গেছে। সাকিবও ব্যাট হাতে নেই চেনা রূপে। তরুণ তাওহিদ হৃদয় আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ টানছেন দলকে।

বল হাতে অবশ্য মোস্তাফিজ, তাসকিন, তনজিম সাকিব, রিশাদ হোসেনরা দারুন করছেন। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও এরাই বড় ভরসার নাম। কিন্তু ব্যাটারদের আগে জ্বলে উঠতে হবে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো বেশ ব্যাটিংবান্ধব মনে হচ্ছে।

এরই মধ্যে অনুষ্টিত হওয়া সুপার এইট পর্বরে দুই ম্যাচেই ১৮০/১৯০ এর উপরে রান হয়েছে। কাজেই বাংলাদেশের ব্যাটারদের এই ম্যাচে জ্বলে উঠতে হবে তাতে কোন সন্দেহ নাই। কি পেস আর কি স্পিন অস্ট্রেলিয়ান ব্যাটাররা বেশ দক্ষ। কাজেই খুব হিসেবি ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে।

যেহেতু সুপার এইটে উঠে এসেছে বাংলাদেশ সেহেতু এখন অর্জনেন মত অনেক কিছুই রয়েছে টাইগারদের। যার শুরুটা কাল। টি-টোয়েন্টি ক্রিকেট বলে সহজে কোন দলকে এগিয়ে রাখাটা কঠিন। তারপরও অস্ট্রেলিয়ানরা ফেবারিটের তকমা নিয়েই নামবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। দুই দলের ১০ মোকাবেলায় বাংলাদেশের জয় চারটি আর অস্ট্রেলিয়ার ছয়টি। অবশ্য বাংলাদেশের সবকটি জয়ই দেশের মাটিতে। এবার দেশের বাইরে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ বাংলাদেশের সামনে। সুপার এইট পর্ব অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভারত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ২ ফার্মেসিতে অভিযান, অবৈধ বিদেশি ওষুধ জব্দ
পরবর্তী নিবন্ধহলের গ্রিল খুলে বিক্রির সময় আটক চবি ছাত্রলীগ কর্মী