শেষ চার সিরিজের সবকটিতে হার। শেষ ১২ ম্যাচের ১০টিতে হার। আফগানিস্তানের মতো দলের কাছে হোয়াইটওয়াশ। সমালোচনার তীরে যখন চারদিকে বিদ্ধ হচ্ছিল টাইগাররা, ঠিক তখনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরল জয়ের ধারায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বস্তির জয়টিও এসেছে দোর্দণ্ড প্রতাপে। এবার সিরিজ জয় নিশ্চিত করার মিশন। আর সেই লক্ষ্যে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি।
লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। স্পিন বান্ধব উইকেটে ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ৩৫ রানে ৬ উইকেট নেন তিনি। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা বোলিং ফিগারের নজির গড়েন রিশাদ। এই তালিকায় সেরা বোলিংয়ে রেকর্ড যৌথভাবে দখলে রেখেছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন। তারা দুজনই ছিলেন পেসার। বাংলাদেশের স্পিনারদের মধ্যে প্রথমবারের মতো সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রিশাদ।
প্রথম ম্যাচের সেই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চায় বাংলাদেশ। আর এই ম্যাচেও রিশাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এমন উইকেট স্পিনারকে সুবিধা দেবে। কিন্তু প্রক্রিয়া ধরে রাখতে হবে। রিশাদ ধারাবাহিকভাবে লাইন ও লেংথে বজায় রেখে বল করেছে। এই ম্যাচেও সেটা করতে পারলে আজই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। প্রথম ম্যাচে স্পিন বান্ধব উইকেটে খেলতে যেভাবে হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাতে বলা যায়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু বাংলাদেশ খেলোয়াড়দের সর্তক থাকার পরামর্শ দিয়েছেন মুশতাক।
শক্তিমত্তার দিক থেকে দু’দল প্রায় একই রেখায় অবস্থান করলেও পরিসংখ্যানে কিন্তু এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৮ ম্যাচের মধ্যে মাত্র ২২টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত।
প্রথম ম্যাচের পর হঠাৎ করেই দলে স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বাঁ–হাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়েই ঘায়েল করার পরিকল্পনা বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন নাসুম। এদিকে একাদশে পরিবর্তন আনতে পারে ওয়েস্ট ইন্ডিজও। স্পিন বান্ধব উইকেটের কারণে একাদশে সুযোগ পেতে পারেন বাঁ–হাতি স্পিনার আকিল হোসেন।