বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ‍্য

আজাদী অনলাইন | শনিবার , ২২ জুন, ২০২৪ at ১০:২১ অপরাহ্ণ

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুঁড়েছে ভারত। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান। অথচ টসে জিতে শান্ত বলেছিলেন, এই উইকেটে ১৫০-১৬০ রান হবে ভালো লড়াই করার মত স্কোর। কিন্তু বাংলাদেশকে জিততে হলে এখন করতে হবে ১৯৭ রান।

বাংলাদেশের সেরা বোলার আজ তানজিম সাকিব। ২ উইকেট নিতে তিনি দেন ৩২ রান। রিশাদ খরুচে হলেও গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন। দুই অফ স্পিনার মাহমুদউল্লাহ ও মাহেদীর ৬ ওভারে এসেছে ৩৬ রান। কিন্তু মুস্তাফিজ ছিলেন বেশ খরুচে, ৪ ওভারে দেন ৪৮ রান। ৩ ওভারে ৩৭ রানে ১ উইকেট সাকিবের। ২৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া।

ছক্কা হাঁকিয়ে পরের বলেই রিশাদে বোল্ড হলেন দুবে। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩৪ রান তার। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭০ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে অক্ষরের সঙ্গী হার্দিক।

ঋষভ পন্তকে থামাতেই পারছিল না কেউ। প্রথম ১৫ বলে ১২ রান করলেও মুস্তাফিজের ওভারে চড়াও হয়েছিলেন। এরপর রিশাদের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলেই ১১ রান তুলেছেন। চতুর্থ বলে সুইপ মারতে গিয়ে তানজিমের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেছেন। ২৪ বলে ৩৬ রান করেন পন্ত। ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৫ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে দুবের সঙ্গী হার্দিক।

হাত খুলে মারতে শুরু করেছিলেন কোহলি। নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই কোহলির স্ট্যাম্প উড়ালেন তানজিম সাকিব। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৩৭ রান করেন কোহলি। পরের বলে এসেই ছক্কা হাঁকালেন সূর্যকুমার। কিন্তু ছক্কা হাঁকানোর পরের বলেই তানজিমের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। ৮.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৮ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে দুবের সঙ্গী পন্ত।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধভারতের কাছে হেরে সু্পার এইট থেকে বিদায় নিল বাংলাদেশ