বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

গ্রুপ বদলের প্রস্তাব প্রত্যাখান আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির প্রতিনিধিদের সঙ্গে গত শনিবারের সভায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে আরও একবার নিজেদের কড়া অবস্থানের কথা জানিয়েছে। গতকাল পাকিস্তানের সংবাদমাধ্যম প্রকাশ করেছে ভারতে টিটোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের অবস্থানের পক্ষ নিয়েছে পাকিস্তান। একটা সময় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তান এবার নাকি বলেছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারাও। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি। সংবাদমাধ্যমটি দাবি করে ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এ ব্যাপারে বিসিবি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বিসিবি প্রায়ই পাশে পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলেছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলে পাকিস্তানও টিটোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পাকিস্তান মনে করে, বাংলাদেশের দাবি যুক্তিসংগত এবং তা পূরণ করা উচিত। অবশ্য পিসিবি থেকে নাকি স্থানীয় সংবাদমাধ্যমকে আগেই বলা হয়েছিল, বাংলাদেশের দাবি মেনে ভারত থেকে তাদের ম্যাচ না সরালে পাকিস্তান সবাইকে চমকে দেওয়ার মতো কিছু করবে। বাংলাদেশের পাশে থাকতে এটাই হতে পারে চমক দেওয়ার কিছু। সেটাই মনে করছেন অনেকে।

এদিকে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আয়ারল্যান্ড। টিটোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলার জন্য বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট। গত শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব তোলে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করে আয়ারল্যান্ড ক্রিকেট। ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।

চলতি টিটোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহআয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ খেলছে গ্রুপ ‘বি’তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

অপরদিকে বিডিনিউজের এক খবরে বলা হয়, এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না, বিশেষ করে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কি না, তা চূড়ান্ত হতে যাচ্ছে বুধবারের মধ্যে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ঢাকায় শনিবারের বৈঠকে এই সময়সীমাই বেঁধে দেওয়া হয়েছে বিসিবিকে।

পূর্ববর্তী নিবন্ধ২৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ এনসিপির
পরবর্তী নিবন্ধকর্মস্থলে যোগদানে দুই শিক্ষককে বাধা