বাংলাদেশের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২ হাজার, সর্বোচ্চ ৬৯ হাজার!

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

আর কয়েকদিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রথম পর্বে শ্রীলংকা ও আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই দুই ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে দর্শকদের। এশিয়া কাপে আগামী ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের এই দুই ম্যাচের টিকিটের মূল্য একই রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সর্বনিম্ন ২০৬৮ টাকায় (১৭.০০ ইউএসডি) নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ৩৪৪৭ টাকায় পাওয়া যাবে সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট। এই দুই ম্যাচে সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য ৬৮৯৩০ (৫৬৬.৭৬ ইউএসডি) টাকা। এক্ষেত্রে অবশ্য একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকিট কেনা যাবে– https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় সিরিজ রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচাঁদপুর, ফেনী, কুমিল্লা ও বান্দরবানের জয়