বাংলাদেশের মূল্যস্ফীতি কমে ৬.৬ শতাংশ হবে : এডিবি

| বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ২০২৪ অর্থবছরে ৬.৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ২০২৩ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৬.০ শতাংশ। গতকাল প্রকাশিত সর্বশেষ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

দ্রুত সামান্য প্রবৃদ্ধি বৃদ্ধির পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং ইউরো এলাকায় অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে ভাল রপ্তানি প্রবৃদ্ধি উন্নতিকে প্রতিফলিত হবে। মুদ্রাস্ফীতি ২০২৩এ ৯.০ শতাংশ থেকে ২০২৪এ ৬.৬ শতাংশে হ্রাস পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসেবে ঘাটতি কিছুটা সংকুচিত হয়ে ২০২৩এর জিডিপিএর ০.% থেকে ২০২৪এ জিডিপিএর ০.% হবে বলে আশা করা হচ্ছে। খবর বাসসের।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক চাহিদা প্রত্যাশার চেয়ে কম হলে রপ্তানি প্রবৃদ্ধির আরও অবনতি অনুমেয় এই প্রবৃদ্ধিও অর্জনে প্রধান ঝুঁকি। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, ‘সরকার বাহ্যিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় তুলনামূলকভাবে ভালোভাবে পরিচালনা করছে, একইসাথে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন এবং সমালোচনামূলক সংস্কারের অগ্রগতি করছে।’ গিনটিং বলেন, ‘এই মূল কাঠামোগত সংস্কারগুলোর মধ্যে রয়েছেজনসাধারণের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, দেশীয় সম্পদের সুসম বন্টন বৃদ্ধি করা, সরবরাহের উন্নতি করা এবং আর্থিক খাতকে শক্তিশালী করা, যা বেসরকারি খাতের উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং মধ্যমেয়াদে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পূর্ববর্তী নিবন্ধসাবেক মন্ত্রী এম এ মান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৪ হাজার টন ইলিশ