বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে : মোমেন

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বৈশ্বিক মন্দার এই সময়ে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বাংলাদেশ অনেক ভাল আছে। খবর বিডিনিউজের।
গতকাল শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন এসব কথা বলেন। এ সময় তিনি সুইস ব্যাংকের কাছে বাংলাদেশিদের অর্থ পাচারকারীদের তথ্য চাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়া বলেন, সুইস ব্যাংকে অর্থ জমা করা বাংলাদেশিদের বিষয়ে কোনো তথ্য সরকার তাদের কাছে চায়নি। এসব বিষয়ে (তথ্য পাওয়ার বিষয়ে) কীভাবে একটি চুক্তিতে পৌঁছানো যায়, সে বিষয়ে সরকারকে সব ধরনের তথ্য আমরা দিয়েছি। কিন্তু আলাদাভাবে অর্থ জমা করার বিষয়ে কোনো অনুরোধ আসেনি।
একদিন বাদেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার বক্তব্যকে ‘অসত্য’ উল্লেখ করে বলেন, সে এটা মিথ্যা কথা বলেছেন। শুক্রবারও সাংবাদিকরা বিষয়টির অবতারণা করে মোমেনের কাছে জানতে চান নতুন করে সুইস ব্যাংকের কাছে অর্থ পাচারকারীদের তথ্য চাওয়া হবে কিনা? জবাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থপাচার হয় তাদের কাছে তথ্য চাওয়া হলে তারা তথ্য দিতে চায় না। এটা তাদের মজ্জাগত সমস্যা।
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক থেকে সুইস ব্যাংকের কাছে অতীতে ৬৭ জনের নাম উল্লেখ চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছিলো জানিয়ে মন্ত্রী বলেন, সেসময় তারা শুধু একজনের তথ্য দিয়েছিলো। আরও কয়েকবার তথ্য চাওয়া হলেও তাদের রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি। সুইজারল্যান্ডকে বাংলাদেশের বন্ধু দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তথ্যের ‘বিভ্রাট’ না করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধমুরগি ২১০, ডিম ১৫০
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১৩ সরকারি কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব