বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশিরা: মার্কিন পররাষ্ট্র দপ্তর

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি দেশের জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর; পাশাপাশি এক্ষত্রে নির্বাচন, গণতন্ত্র এবং মানুষের সম্পৃক্ততার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। খবর বিডিনিউজের।

ট্যামি ব্রুস বলেন, ‘দিনশেষে বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশিরা। তারা যেটা মোকাবেলা করার কথা আপনি বর্ণনা করেছেন এবং অন্যান্য বিষয়েআমরাও প্রতিবেদন দেখেছি। এবং নির্বাচন গুরুত্বপূর্ণ। আমি চাই না গতানুগতিক কথা বলি, তবে এটা সত্য। গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক অর্থে যেসব ঘটনা গত ২০২৫ বছর ধরে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো মোকাবেলায় জনগণের ভূমিকাও গুরুত্বের দাবি রাখে।’

পূর্ববর্তী নিবন্ধহুমকি পেয়ে থানায় জিডি, রাতে আগুনে পুড়ল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি
পরবর্তী নিবন্ধপটিয়ায় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ ঘিরে বিএনপির বিক্ষোভ