বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য আরব আমিরাত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

একগাদা পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আসছে লড়াইয়ের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচজনকে স্কোয়াডে রেখেছে তারা। মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে দুই ম্যাচের সিরিজটি জন্য গতকাল বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আমিরাত। শারজাহতে আগামী ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

সংযুক্ত আরব আমিরাত টিটোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা, আসিফ খান, ধ্রুভ পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাঘির খান, সানচিত শার্মা, সিমরানজিত সিং।

পূর্ববর্তী নিবন্ধসেমিতে নেপালের মুখোমুখি আজ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমোস্তাফিজকে অন্তত দুটি ম্যাচে পাবে দিল্লি ক্যাপিটালস