আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে গতকাল রোববার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। অধিনায়ক দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ঘোষিত দলে ফিরেছেন লাহিরু কুমারা। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল শ্রীলংকার কলম্বোতে ক্যাম্প করছে। রবিবার নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচও শেষ করেছে। সোমবার সকালে কলম্বো ছেড়ে ক্যান্ডি চলে যাবে সফরকারীরা শ্রীলংকা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মধুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, পাথুম নিশাঙ্কা, ওশাডা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান দিকবিলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, রোশান সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।