শুরুতেই ধাক্কা খেয়েছিল নেদারল্যান্ডস। দুই রানেই তারা হারিয়ে ফেলেছিল দুই উইকেট। স্কোরকার্ডে ১৫ রান জমা হতে নেই চার ব্যাটার।
১৪৫ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ডাচরা। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ম্যাচ হেরেছে কেবল ৯ রানে। ব্যবধান কমানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কলিন আকারম্যানের। ৬ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৬২ রান করেছেন তিনি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে আকারম্যানের কণ্ঠে জিততে না পারার আফসোস। ম্যাচ কাছাকাছি যাওয়ায় তারা সন্তুষ্ট নন, বরং আপসেট; এমনটিই জানিয়েছেন আকারম্যান। তিনি বলেছেন, ‘আমরা আপসেট, অবশ্যই। খুব ভালো ম্যাচ ছিল। আমরা লড়াই করে দেখিয়েছি, বাংলাদেশকে হারানোর স্কিল ও সক্ষমতা আমাদের ছিল। আমাদের পারফরম্যান্সে ম্যাচটাতে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শুরুতে আমাদের ওই জুটিগুলো দরকার ছিল রান তাড়ার জন্য। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।’ দ্রুত উইকেট হারানোতেই এমন হার বলে মনে করেন আকারম্যান, ‘আমার মনে হয় এই ধরনের রান তাড়ায় দ্রুত উইকেট হারালে ম্যাচে গভীরে যাওয়ার চেষ্টা করতে হয়। কিন্তু বাংলাদেশ খুব ভালো বল করেছে, আমাদের রান করার সুযোগ দেয়নি। শেষদিকে উইকেটে গতি ছিল, রান করা যেতো।’