বাংলাদেশের বিপক্ষে খেলতে আফগানিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৪৮ অপরাহ্ণ

আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ। তাতে তিন টিটোয়েন্টির সঙ্গে থাকছে সম সংখ্যক ওয়ানডে। এই দলে জায়গা হয়নি সিনিয়র ক্রিকেটার ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব ও করিম জানাতের। বিপরীতে প্রথমবারের মতো টিটোয়েন্টি দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও পেসার মোহাম্মদ সেলিম সাফি। তরুণ পেসার বশির আহমদ ও আব্দুল্লাহ আহমদজাইকে রাখা হয়েছে উভয় ফরম্যাটের দলেই। মুজিব উর রহমানকে রাখা হয়েছে কেবল টিটোয়েন্টি স্কোয়াডে; ওয়ানডেতে জায়গা পাননি তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এএম গজনফর। টিটোয়েন্টি দলে রিজার্ভ বেঞ্চে আছেন গজনফর ও রহমত শাহ জুরমতী। অন্যদিকে, ওয়ানডে দলে রিজার্ভে বাড়তি পেসার হিসেবে রাখা হয়েছে বিলাল সামি ও ফরিদুন দাউদজাইকে। আফগানিস্তান টিটোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই। আফগানিস্তান ওয়ানডে দল: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গজনফর, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি।

আফগানিস্তানবাংলাদেশ সিরিজের সূচি: বৃহস্পতিবার, ২ অক্টোবরপ্রথম টিটোয়েন্টি, শারজা, শুক্রবার, ৩ অক্টোবরদ্বিতীয় টিটোয়েন্টি, শারজা,রবিবার, ৫ অক্টোবরতৃতীয় টিটোয়েন্টি, শারজা। বুধবার, ৮ অক্টোবরপ্রথম ওয়ানডে, আবুধাবি,শনিবার, ১১ অক্টোবরদ্বিতীয় ওয়ানডে, আবুধাবি,মঙ্গলবার, ১৪ অক্টোবরতৃতীয় ওয়ানডে, আবুধাবি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের অগ্রিম টিকেট কিনতে ৪৫ লাখের বেশি আবেদন
পরবর্তী নিবন্ধসংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান