বাংলাদেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

কক্সবাজারে হাসনাত আবদুল্লাহ

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

ছাত্র গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে স্বৈরাচার সরকার যে সম্পর্ক রাখতো তা হলো দয়া পাওয়ার মতো। আগামীর বাংলাদেশে ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পাবলিক হলে আয়োজিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র নাগরিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় হাসনাত আরও বলেন, যখন ভাঙার সময় আসে তখন আমরা এক হয়ে যাই। যেমন ১৯৪৭ সালে দেশভাগের সময়, একাত্তরের যুদ্ধে, নব্বইয়ের অভ্যুত্থানে কিংবা ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমরা সবাই এক হয়ে লড়েছিলাম। এ সময় আমরা কাউকে জিজ্ঞেস করিনি কে সরকারি চাকরি করে, কে করে না; কে বিসিএস ক্যাডার, কে ক্যাডার না। এভাবে পৃথিবীর সবকিছুতেই ভাঙার সময় এক হয় মানুষ, কিন্তু যখন গড়ার সময় আসে তখন বিভাজন সৃষ্টি হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, কক্সবাজারের সমন্বয়ক শাহেদ ওয়াহেদ, শাহেদ মাহমুদ লাদেন, সাহাব উদ্দিন চৌধুরী, ফাহমিদা হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে
পরবর্তী নিবন্ধআকবরশাহ থানায় রোজিনা খাতুন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা