বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ : আইএমএফ

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চলতি ২০২৩২৪ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক মোট দেশজ উৎপাদনের (ডিজিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল প্রকাশিত সংস্থাটির ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

আইএমএফ বলছে, এর আগে চলতি ২০২৩২৪ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতি ও চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতি অব্যাহত থাকার প্রভাব পড়বে অর্থনীতিতে। এর ফলে শূন্য দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি কমবে। এ অবস্থায় চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ শতাংশ। খবর বাংলানিউজের। সংস্থাটি বলছে, বৈশ্বিক মহামারি কোভিড১৯ ও রাশিয়াইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এ সময়ে দেশে দেশে মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিজনিত এ সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিশ্ব অর্থনীতি। সেই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির রাশ টানতে নীতি সুদহার অভূতপূর্ব হারে বাড়ানো হয়েছে। এসব কারণে বিশ্ব অর্থনীতি গতি হারালেও থমকে যায়নি। এ অবস্থায় জিডিপির প্রবৃদ্ধি সবখানে একই হারে হচ্ছে তা নয়; সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মতানৈক্য বাড়ছে।

এ পরিস্থিতিতে আইএমএফের পূর্বাভাস হলো, চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৩ শতাংশে নেমে আসবে। আগের বছরে যা ছিল ৩ দশমিক ৫ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৪২৫ অর্থবছরে তা ২ দশমিক ৯ শতাংশে নামতে পারে। এটা ঐতিহাসিক গড় মানের চেয়ে কম। তবে চলতি বছর সামগ্রিক মূল্যস্ফীতির হারও কমে আসবে, এমন পূর্বাভাস আইএমএফের।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ে পাকিস্তানের জয়
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে কাঠবাহী ট্রাকে গুলি, চালক গুলিবিদ্ধ