বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া-থাইল্যান্ড-ফিলিপাইন

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব২৩ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে পরেছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়াথাইল্যান্ডফিলিপাইন। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর হবে বাছাইপর্বের খেলা। এই গ্রুপের খেলা আয়োজিত হবে থাইল্যান্ডে। গতবারের তুলনায় এবার কিছুটা সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ১০ গ্রুপে ভাগ করা হয় ৪৩ দেশকে। ‘কে’ গ্রুপে রয়েছে তিন দল। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরবের সঙ্গে ‘জে’ গ্রুপে রয়েছে কম্বোডিয়া, লেবানন ও মঙ্গোলিয়া। ভারত ও মালদ্বীপ খেলবে ‘জি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধনোবেলকে নিয়ে যা বলেন তার বাবা
পরবর্তী নিবন্ধআজ সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা