বাংলাদেশের নির্বাচনে ভারত কোনো হস্তক্ষেপ করবে না

মাইজভান্ডারে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৬ অপরাহ্ণ

বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

তিনি আজ শনিবার(১৯ ফেব্রুয়ারি) বিকালে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে ভারত সরকারের পক্ষ থেকে রওজায় গিলাফ পরানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নাই।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, “রামগড় স্থলবন্দর চালু হলে দু’দেশের অর্থনীতির পরিসরে আরো ব্যাপক উন্নতি হবে।”

তিনি আরো বলেন, “ভারত সবসময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ভারতের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শণ স্বরুপ সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির রওজা শরীফে গিলাফ উপহার দেয়া হয়েছে।”

এসময় ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভুল চিকিৎসার অভিযোগে চবি মেডিকেল সেন্টারে তালা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পার্থ সারথির ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে