স্বাগতিক নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বীরের বেশে দেশে ফেরে জাতীয় নারী ফুটবল দল, ঝুলি ভরে উঠল আরেকটি সাফল্যে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুতে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে ২–১ গোলে হারায় বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপেও নেপালকে হারিয়েই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
নারী ফুটবলে অর্জনের শুরুটা হয়েছিল ২০১৫–তে। নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৬–তেও একই আসরে তাজিকিস্তানে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৭ সাফ অনূর্ধ্ব–১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১–০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর পরের তিন আসরে অবশ্য ফাইনালে গিয়েও খালিহাতে ফিরে আসতে হয়েছে লাল সবুজদের, রানার্সআপের শিরোপা নিয়ে। ভারতের কাছে দুবার এবং নেপালের কাছে একবার হেরে শিরোপাবঞ্চিত হয় বাংলাদেশ।
২০১৭–তে ভারতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। তবে বয়সভিত্তিক টুর্নামেন্টে যে বাংলাদেশ সেরা, তা আরও একবার তারা প্রমাণ করেছে নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৮ নারী চ্যাম্পিয়নশিপে। স্বাগতিকদের হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলার বাঘিনীরা। এরপর সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপেও ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ পায় তারা।
এ ছাড়া ২০২২–এ ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে গোলগড়ে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।











