প্রথমবারের মত বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলতে নামছে আজ বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপের শিরোপা জেতা বাংলাদেশের নারীরা প্রথমবারের মত ৫০ ওভারের বিশ্বকাপে খেলবে। শুধু তাই নয় প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামবে বাংলাদেশের নারীরা। তাছাড়া বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবেও পাচ্ছে বিশ্বের বড় বড় সব দলকে। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। তবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। প্রথম বিশ্বকাপ, কঠিন পরিবেশ, নতৃুন নতুন প্রতিপক্ষ সব মিলিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। তারপরও শুরুটা ভাল করতে চায় নারী দল।
ওয়ানডে মর্যাদা পাওয়ার ১১ বছরে বাংলাদেশ সব মিলিয়ে ম্যাচ খেলতে পেরেছে ৪২টি। সবচেয়ে বেশি ম্যাচের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোাটিয়াস মেয়েদের সঙ্গে ১৭ ম্যাচে জয় পেয়েছে ২টি। তবু চেনা প্রতিপক্ষ বলেই আত্মবিশ্বাস বেশি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপ শুরুর এক মাস আগে নিউজিল্যান্ডে পৌঁছে বাংলাদেশ দল। গত সোম ও বুধবার তারা আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেই ম্যাচ দুটির ফল অবশ্য ভালো হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং কিছুই ভালো হয়নি। ম্যাচ হারে বাংলাদেশ বড় ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে বোলিং ভালো হলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয় ৭ রানে।
নিগার সুলতানা বলেন আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। আমাদের প্রথম বিশ্বকাপ এটি। স্মরণীয় করে রাখতে চাই। আমরা সবাই জানি, শুরুটা ভালো করা জরুরি। তাহলে টুর্নামেন্টের বাকিটুকুর জন্য আরও সাহস ও আত্মবিশ্বাস পাব আমরা। আমরা প্রতিপক্ষের নাম দেখব না। দক্ষিণ আফ্রিকা হোক বা যে কোনো দল, আমরা নিজেদের শক্তির জায়গা দেখাব। দল হিসেবে আমরা কী করতে পারি। আমাদের ভালো সুযোগ আছে বিশ্বকাপে ভালো করার। দল হিসেবে আমরা অনেক কষ্ট করেছি এখানে আসার জন্য। ভালো কিছু করার জন্য এবং আমাদের অনেক ভালো সুযোগ আছে এখানে।