বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছিল ৭ নভেম্বর

বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচিতে বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। এতে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে ৭ই নভেম্বর। অনেকে এটাকে ইতিহাসের বাঁক হিসেবেও মনে করেন।

নগরীর ২ নং গেট ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গতকাল পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী, এম এ হান্নান, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, মশিউল আলম স্বপন, শিহাব উদ্দিন আলম, মোশাররফ হোসেন ডিপটি, জাফর আহমেদ, এ কে খান, মাহবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ বলেছেন, শহীদ জিয়া অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে এসেছিলেন। তিনি বৃহস্পতিবার নগরীর বন্দর কলসি দিঘির পাড়স্থ আজিজ স্টেট প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মো. ওসমান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দীন, মহানগর মহিলাদলের সহ সভানেত্রী শাহিদা, ফাতেমা কাজল, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শাহনামা বাচা, সি. যুগ্ম সম্পাদক আলী আহসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, বিএনপি নেতা মাহবুব আলম, মো. এসকান্দর, দিদারুল আলম, নেজাম উদ্দিন, মো. এরশাদ, কামাল উদ্দিন, মিঠু, আব্দুর রহিম, আবু রায়হান চৌধুরী, সুরাইয়া আলম প্রমুখ।

কর্ণফুলী উপজেলা বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম বলেছেন, ১৯৭৫ সালে সিপাহি জনতার গণঅভ্যুত্থানে আজকের এই দিনে বন্দিসালা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে কর্ণফুলী উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকীর ফায়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ওসমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক সদস্য এড. এস এম ফোরকান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার, সদস্য আবু তৈয়ব কনন্ট্রাকটর, এজাবত উল্লাহ, সালেহ জহুর, ইদ্রিস হায়দার, এটিএম হানিফ, কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, আবু তাহের, মনির উদ্দীন মুন্সি, এস এম ফারুক হোসেন, মো: সালাউদ্দিন, সেলিম খান, মো: সেলিম, মামুনুর রশীদ মামুন, নুরুল ইসলাম মেম্বার, শফিউল করিম শফি, মাঈন উদ্দীন মনির, জাহিদুল ইসলাম শামীম, মো: ফারুক, দিদারুল আলম, তৈয়বুল আলম আংকুর, মনির উদ্দীন, আব্দুল মন্নান খান, বাহারুল বাহার, ইদ্রিস আমিরী, সেলিম ইমরান, মো: নুরুদ্দিন, মো: ওয়াশিম, আলমগীর বিন হোসেন, ইকবাল হোসেন, এস এম রিদুয়ান, মো: ইকবাল, আবুল বশর, হারুনুর রশিদ, সাখাওয়াত হোসেন মিশু প্রমুখ।

রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল : বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল সিআরবি, সদর দপ্তর শাখার উদ্যোগে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সিআরবি শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সম্পাদক আলী আফতাব মাহমুদ খান এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মামুন। সহসভাপতি এস এম বাহাউদ্দিন মিরন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, বিদ্যুৎ শাখার সভাপতি কাজী আনসারুল হক হারুন ডিজেল শাখার সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম মিঠু এবং অন্যান্য শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহী ও জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসে উদার গণতন্ত্রের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। সভাশেষে একটি মিছিল একটি মিছিল সিআরবি সদর দপ্তরের বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করে টেলিকম ভবনের সামনে এসে শেষ হয়।

মীরসরাইয়ে বিএনপি : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মীরসরাই পাইলট স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা মীরসরাই উপজেলা বিএনপির সভাপতি শাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও এডভোকেট অলিউল কবির ইকবাল, মীরসরাই কলেজের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, আজিজ চৌধুরী, মীরসরাই পৌর বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন, বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, ওলামাদল সভাপতি মাওলানা জমির উদ্দিন, কমিশনার নিজাম উদ্দিন, সাইদুল ইসলাম মামুন, মীরসরাই পৌর বিএনপি নেতা কামরুল হাসান লিটন, খায়ের উল্লাহ, মীরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে এক র‌্যালি মহাসড়কের মীরসরাই সদর এলাকা প্রদক্ষিণ করে।

মহানগর স্বেচ্ছাসেবক দল : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাঙ্গুনীয়াস্থ মাজারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ. এম রাশেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন এইচ.এম রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান দিদার, এড. সাইদুল ইসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, এন আই চৌধুরী মাসুম, হারুন অর রশিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, এম. আবু বক্কর রাজু, আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, এম. এ হানিফ, দিদার হোসেন, এমদাদুল হোসেন স্বপন, তাজুল ইসলাম নয়ন, সৈয়দ মফিজ উদ্দিন সুমন, ইসহাক খান, সাইফুল আলম দিপু, মোঃ সেলিম, শাহাজান বাদশা, হারুনুন রশিদ মনি, জাহিদুল ইসলাম, মোঃ বাকের হোসেন, জাকির হোসেন মিশু, মিজানুর রহমান, পারভেজ, আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, দুলাল মিয়া, রিদওয়ানুল হক, কাজী মহিউদ্দিন, আব্দুর রশিদ টিটু, জহুরুল ইসলাম জহির, মো. পারভেজ, মীর কাশেম, এমদাদুল হক, মো. মুন্না প্রমুখ।

যুবদল : গতকাল সকাল ১১ টার সময় নগরীর বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুষ্পমাল্য অর্পণের আগে এমদাদুল হক বাদশাহার নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহর নেতৃত্ব এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, নগর যুবদলের সাবেক সহ শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জিতু, ইদ্রিস, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাসান, যুবদল নেতা আবদুল জলিল, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদ্‌ওয়ানুল হক রিদু, মোস্তাকিম মাহমুদ, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আমিন উল্লাহ, মোহাম্মদ জাকির হোসেন, সাদ্দামুল হক সাদ্দাম, শফিউল বশর সাজু, রায়হান, খলিল, মোহাম্মদ ইয়াকুব খান, রাকিবুল হাসান, মোঃ দেলোয়ার, ওমর ফারুক রানা, মোঃ ফারুক, মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ রায়হান, শহিদুল করিম শহিদ, রাসেল করিম রাসেল, জিসান, রাজু আহমেদ, নুরুল কবির বাপ্পি, মোঃ মিজান, মোঃ ওমর শরীফ, মো: মোমিন, ইয়াকুব, মো. জসিম, আবদুল মান্নান, মো. ইদরীস, মো. জাকির, মো. সানাউল্লাহ, মো. জাহেদ, মোঃ মহসিন, মোঃ ফারুক, মোঃ ফরিদ, মোঃ ইউনুস, সম্রাট।

ফটিকছড়ি বিএনপি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সদরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেনসোলাইমান মন্‌জু, নাজিম উদ্দিন শাহীন, আবুল কালাম আজাদ, আবু তাহের সিদ্দীকী, মনসুর আলম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, নুরুল ইসলাম মেম্বার, এস এম শফি, নাসিরউদ্দীন চৌধুরী, নাজিম উদ্দিন বাচ্চু, হাফেজ জয়নাল, আজম খান, এস এম আবু মনসুর , জালাল উদ্দিন চৌধুরী, মোশরাফুল আনোয়ার মশু, মহিউদ্দিন মেসী, মীর আলী আকবর, এম এ মাহফুজ প্রমুখ।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল নগরীর ২ নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. খোরশেদুল আলম, সদস্য সচিব ইলিয়াস ফারুক, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, এম.নাছির উদ্দিন, এয়ার মোহাম্মদ আবু, নুর আলম কালু, রাসেল করিম, বন্দর থানা আহ্বায়ক মো. ফরহাদ হোসেন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান, আমির হোসেন, মো. রিপন, বাকলিয়া থানার যুগ্ম আহ্বায়ক শাহজামাল রনি, মোহাম্মদ বাদশাসহ আরও উপস্থিত ছিলেন, চকবাজার, বাকলিয়া, বন্দর ও পাঁচলাইশ থানার নেতাকর্মীরা।

সাতকানিয়া উপজেলা বিএনপি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অধ্যাপক এহসানুল মৌলার সভাপতিত্বে ও আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন আব্দুল গফফার চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক যুবদল সভাপতি শেফায়েত উল্লাহ চক্ষু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আফসার উদ্দিন, উত্তর সাতকানিয়া যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, সাবেক ছাত্রদল সভাপতি আরমান হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা যুবদল নেতা মোঃ জামাল হাকিম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমির হোসেন, রাজা মিয়া, আব্দুর রহিম মুসা, শাহজাহান, আবু সিদ্দিক, জাহেদ প্রমুখ।

আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দল : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আকবরশাহ থানা সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মহিউদ্দিনের উদ্দ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন ইমাম নগর জামে মসজিদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শতাধিক এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক রেহান উদ্দিন প্রধান, আকবরশাহ থানা বিএনপি যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, আকবরশাহ থানা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মির জাহাঙ্গীর আলম, আকবরশাহ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাছির আহম্মদ সোহেল, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: শামীম, যুবদল নেতা সাদ্দাম হোসেন, বেলাল, মাঈনউদ্দিন ভুট্টুসহ অন্যান্য নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজ এমওইউর চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধজুলাই স্মৃতি জাদুঘরে স্থান পেল নাফিজকে বহনকারী রিকশাটি