বাংলাদেশের দ্রুততম মানব ইরানে পেলেন অষ্টম স্থান

| মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশের দ্রুততম মানব তিনি। টানা কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় সেই মোহাম্মদ ইসমাইলকে কেউ টপকাতেই পারেনি। এবারও বাংলাদেশ গেমসে সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। কিন্তু দেশের বাইরে গিয়ে কোনও পদক জিততে পারলেন না ইসমাইল। ইরানের মাসাদ শহরে আন্তর্জাতিক ইমাম রেজা কাপ প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে অষ্টম হয়েছেন তিনি। অষ্টম হতে ইসমাইল সময় নিয়েছেন ১০.৯১ সেকেন্ড। যদিও ঢাকায় সবশেষ বাংলাদেশ গেমসে হ্যান্ড টাইমিংয়ে তার সেরা হতে সময় লেগেছিল ১০.৫০ সেকেন্ড। এছাড়া ইরানের প্রতিযোগিতায় হাইজাম্পে মাহফুজুর রহমান ২.০৫ মিটার উচ্চতায় লাফিয়ে ষষ্ঠ হয়েছেন। আজ মঙ্গলবার দেশে ফেরার কথা আছে বাংলাদেশের অ্যাথলেটদের।

পূর্ববর্তী নিবন্ধনেপালে খেলতে যাওয়া অনিশ্চিত আবাহনীর
পরবর্তী নিবন্ধমুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্টে চন্দনাইশ ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন