বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন গিবসন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতান্‌্‌স বুধবার রাতে টুইটারে জানায়, তাদের সহকারী ও ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন ওটিস গিবসন। গতকাল বৃহস্পতিবার সকালে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নতুন অভিযানে নামছেন সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনিস জানান, চুক্তি নবায়ন না করার কথা কয়েক দিন আগে বোর্ডকে জানিয়ে দিয়েছেন গিবসন। ২০২০ সালের ২১ জানুয়ারি বাংলাদেশের বোলিং কোচ হিসেবে গিবসনের নাম ঘোষণা করে বিসিবি। চুক্তি ছিল দুই বছরের। এই ২০ জানুয়ারি শেষ হচ্ছে তার মেয়াদ।
বাংলাদেশের পেস বোলিংয়ের সামপ্রতিক উন্নতিতে গিবসনের বড় ভূমিকা দেখেন সংশ্লিষ্ট সবাই। তাকে তাই ধরে রাখতে চেয়েছিল বিসিবি। তবে গিবসনের ভাবনা ভিন্ন। জালাল ইউনুস জানান ৪-৫ দিন আগে গিবসন আমাদের জানিয়ে দিয়েছে, সে চুক্তি নবায়ন করছে না। বলেছে সে এখানে কাজ করে খুব খুশি ছিল। এখন নতুন পথ দেখতে চায়।

পূর্ববর্তী নিবন্ধইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
পরবর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কাপ ক্রিকেট টুর্নামেন্ট সিসিএ এবং আফতাব একাডেমি জয়ী