কী পুরুষ আর কী নারী। ভুটানকে হারানোটা বাংলাদেশের জন্য ডাল ভাতের মতো। কিন্তু সাফ উইমেন’স অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে ভুটানের সাথে ড্র করে বসল বাংলাদেশ দল। এদিকে ভুটানের বিপক্ষে বাংলাদেশ পয়েন্ট হারানোয় আগেভাগে শিরোপা নিশ্চিত করার সুযোগ চলে আসে ভারতের সামনে। সেটা দারুণভাবে কাজে লাগাল তারা। নেপালকে গুঁড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতে সাফ উইমেন’স অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল ভারত। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল শুক্রবার স্বাগতিকদের সঙ্গে ১–১ ড্র করে বাংলাদেশ। এরপরই সন্ধ্যায় নেপালকে ৫–০ গোলে উঁড়িয়ে শিরোপা উল্লাস সেরে ফেলে ভারত।
গতকাল ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল বাংলাদেশ তবে ছন্দ ধরে রাখতে পারল না তারা। বিরতির পর এলোমেলো ফুটবল খেললেন প্রীতি–মামনিরা। তাতে ভুটানের কাছে পয়েন্ট হারিয়ে সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা দৌড়ে অনেক পিছিয়ে পড়ে বাংলাদেশ। অথচ এই ভুটানকেই ৩–১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল মাহবুবুর রহমান লিটুর দল। এবার সে ভুটানই কিনা রুখে দিল বাংলাদেশকে। রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২–০ ব্যবধানে হারের পর দুই দেখায় নেপালকে যথাক্রমে ২–০ ও ৪–১ গোলে হারায় বাংলাদেশ। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট হলো বাংলাদেশের। ফিরতি দেখায় আগামী রোববার ভারতের মুখোমুখি হবে মেয়েরা। তবে ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার। চার দল নিয়ে এবারের আসরে খেলা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়ছে দুবার করে। সেখানে বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় জিতে শিরোপা সম্ভাবনা জোরাল করে ভারত। টানা পঞ্চম জয়ে এবার লক্ষ্য ছুঁয়ে ফেলল তারা। পাঁচ ম্যাচে শতভাগ সাফল্যে তাদের পয়েন্ট ১৫। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। ফলে শেষ রাউন্ডে বাংলাদেশ–ভারতের দ্বিতীয় ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার। সেদিন আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভুটান।