বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমস হকি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

এশিয়ান গেমস হকির আসরে প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে সিঙ্গাপুরকে ৭৩ ব্যবধানে হারানোর পর গতকাল উজবেকিস্তানের বিপক্ষে ৪২ ব্যবধানের জয় পেয়েছে জিমিআশরাফুলরা। চীনের গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটির দশম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন আশরাফুল ইসলাম। ১৭তম মিনিটে উজবেকিস্তানকে সমতায় ফেরান রুসলান করিমভ। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে বাংলাদেশ এগিয়ে যায় আবারও। কিন্তু ম্যাচের ২৬তম মিনিটে আবারও সমতায় ফেরে উজবেকিস্তান। দলটিকে সমতায় ফেরান ওভিওখুলভ জনিবেক। পরের দুই অর্ধে দাপট দেখায় বাংলাদেশ। ৪২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে নেন আশরাফুল ইসলাম। আর ৫২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন আমিরুল ইসলাম। প্রথম ম্যাচে জাপানের কাছে ৭২ এবং পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৫২ গোলে হেরেছিলেন লালসবুজের প্রতিনিধিরা। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডস্‌ ক্লাব কারাতে একাডেমির কিউ বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সেলিম