কপ ২৯ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের বিষয়টি আরও জোরালোভাবে উপস্থাপন করতে কর্মকর্তা, এনজিও ও নাগরিক প্রতিনিধিদের বাড়তি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। জাতিসংঘের নেতৃত্বাধীন বার্ষিক জলবায়ু সম্মেলনে কপ ২৯ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গতকাল সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছানোর পর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বাকুর একটি হোটেলে বাংলাদেশের প্রতিনিধি দলের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মূল লক্ষ্য হবে কপ ২৯ এর চূড়ান্ত ঘোষণায় আমাদের উদ্বেগ ও দাবিগুলোকে অন্তর্ভুক্ত করা। খবর বিডিনিউজের। বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কিছু মূল বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ নয়টি দল গঠন করেছে, যারা সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষয়–ক্ষতি ও প্রশমন এবং সুষ্ঠু রূপান্তর ও অভিযোজনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। অন্তত ২৯টি এনজিও ও সিভিল সোসাইটি সংগঠনের সম্মেলনে অংশ নেওয়ার তথ্য তুলে ধরেন তিনি। পরিবেশ সচিব বলেন, ধনী দেশগুলোর আশ্বাসের পরও বাংলাদেশ এ পর্যন্ত জলবায়ু অর্থায়ন হিসেবে ৩৪ কোটি ৪০ লাখ ডলার অনুদান এবং ২৫ কোটি ডলার ঋণ পেয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা বাকুতে পৌঁছান। তিনি মঙ্গলবার মূল সম্মেলনে যোগ দেবেন এবং অন্তত তিনটি প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।