বাংলাদেশের চৈতী-শহিদুল্লাহর স্বর্ণপদক অর্জন

এশিয়ান ইয়ুথ প্যারা গেমস

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫এ জ্যাভলিন ও ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের প্যারা অ্যাথলেট চৈতি রাণী দেব স্বর্ণপদক, শহীদুল্লাহ ৫০ মিটার ফ্রি স্টাইল সুইমিংএ স্বর্ণপদক ও ১০০ মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক লাভ করেন। হুইলচেয়ার বাস্কেটবল টিম (মেয়ে) ব্রোঞ্জ জিতে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) প্রতিভা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে চৈতির সম্ভাবনা শনাক্ত করে। নির্বাচনের পর তিনি এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন। সেখানে অভিজ্ঞ কোচ ও প্রশিক্ষকরা তাঁর দক্ষতা শানিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রস্তুতি নিশ্চিত করতে নিবিড়ভাবে সহায়তা করেন।

এই পরিকল্পিত ও কাঠামোবদ্ধ প্রস্তুতি চৈতির প্রতিভাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনপিসি বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, যথাযথ লালনপালন, আধুনিক সুবিধা ও উচ্চমানে প্রশিক্ষণ নিশ্চিত করা হলে বাংলাদেশের আরো বহু প্যারা অ্যাথলেট বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। চৈতি ও শহীদুল্লাহর সাফল্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের আরও শক্তিশালী সহযোগিতা ও সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরে। দুবাই ২০২৫ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তাদের বিজয় বাংলাদেশের প্যারালিম্পিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। চিটাগাং ডিজএ্যাবল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দিদারুল আলম চৌধুরী ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের ট্রফি ও জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট