বাংলাদেশের ঘরে ঘরে সূর্য উঠেছে
দিঘির ঘাটে জল মুকুরে পদ্ম ফুটেছে
অলস আদুল ঘুম তাড়িয়ে
ঘর থেকে দুই পা বাড়িয়ে
রানার সেজে বাঁশির সুরে একলা ছুটেছে
বাংলাদেশের ঘরে ঘরে সূর্য উঠেছে।
মায়ের দেয়া আদর মাখা চাদর সরিয়ে
নতুন দিনের স্বপ্ন দিয়ে দু‘ চোখ ভরিয়ে
বুকের জমাট স্বর শুনেছে
স্বাধীনতার বীজ বুনেছে
বীরের বেশে রক্তজবার লাল লুটেছে
বাংলাদেশের ঘরে ঘরে সূর্য উঠেছে।
অত্যাচারীর কালো থাবা দিলো গুড়িয়ে
অন্ধকারের রাত্রিগুলো গেলো ফুরিয়ে
অধিকারের স্বাদ চিনেছে
রক্ত দিয়ে দেশ কিনেছে
আদরের ধন পাখিগুলো বজ্রে ছুটেছে
বাংলাদেশের ঘরে ঘরে সূর্য উঠেছে।