বাংলাদেশের ঘটনাবলি তাদের অভ্যন্তরীণ বিষয় : ভারতের মুখপাত্র

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশে এখন যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৃঢ়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল এসব কথা বলেন। খবর বাংলানিউজের। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের ঘটনাবলির দিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। তবে সেখানে যা চলছে, তা সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের আশা, খুব শিগগির বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামপ্রতিক এক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক স্তরে সেই প্রতিবাদপত্র ভারতের কাছে পৌঁছেছে। গণমাধ্যমে এসংক্রান্ত যেসব প্রতিবেদন বেরিয়েছে, সেগুলোও ঠিক বলে তিনি মন্তব্য করেন। মুখপাত্র জানান, বাংলাদেশ সরকারের সহায়তায় এখন পর্যন্ত ৬ হাজার ৭০০এর বেশি ভারতীয় নিরাপদে ভারতে ফিরে গেছেন। নাগরিকদের নিরাপদে ফেরাতে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশন ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ মারলে ১০ হাজার, ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল : ডিবি প্রধান
পরবর্তী নিবন্ধমোহরা ও বাকলিয়ার ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ