বাংলাদেশের গ্রুপে নেপাল-শ্রীলংকা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব২০ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে নেপাল এবং শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, ভুটান এবং মালদ্বীপ। টুর্নামেন্ট শুরু হবে ১৮ আগস্ট এবং ২৮ আগস্ট ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে আসরের। সবগুলো ম্যাচই আয়োজিত হবে নেপালের দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে শ্রীলংকা। পরের দিন ভুটানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ আগস্ট শ্রীলংকার বিপক্ষে। একদিনের বিরতিতে ২২ আগস্ট স্বাগতিক নেপালের মোকাবিলা করবে লালসবুজের প্রতিনিধিরা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সেমিফাইনালের দুটি ম্যাচে মোকাবিলা করবে। দুই সেমিফাইনালে জয়ী দল ২৮ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশের ম্যাচের সূচি: ২০ আগষ্ট বাংলাদেশ বনাম শ্রীলংকা, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। ২২ আগস্ট বাংলাদেশ বনাম নেপাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিট।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ফুটবল লিগের দলবদল কার্যক্রম আজ শুরু
পরবর্তী নিবন্ধইংল্যান্ডকে ‘পাওয়ারফুল’ মনে করছেন স্পেন কোচ