বাংলাদেশের গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র : মিলার

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। ঢাকায় ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে দেশটি। গত ৩০ অক্টোবর প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা স্পষ্ট করেছি, বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। খবর বাংলানিউজের।

তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা, একটি হাসপাতাল ও বাস পুড়িয়ে দেওয়ার ঘটনা অগ্রহণযোগ্য; একইভাবে সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবরের সমাবেশের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রত্যেকের দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধশিক্ষক সমীর নাথ