জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স এবং স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলংকার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিসিবি খবরটি নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে, জিম্বাবুয়ে সফর দিয়েই হেরাথের কোচিং অধ্যায় শুরু হবে। তার সঙ্গে চুক্তি করা হয়েছে আগামী টি-টোয়ন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও আছে।
৪৩ বছর বয়সী হেরাথের কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে বাংলাদেশকে দিয়েই। হেরাথ ও প্রিন্স দুজনেরই লেভেল-৩ কোচিং সার্টিফিকেট আছে। অ্যাশওয়েল প্রিন্সকে আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তার কোচিং অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য ২০১৬ সালের সেপ্টেম্বরে নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তিনি কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে। ২০১৯ সালের ভারত সফরে ব্যাটিং কোচ হিসেবে কিছুটা কাজ করেন জাতীয় দলের সঙ্গেও। ৪৪ বছর বয়সী প্রিন্স দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়ক।