বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিরসরাই উপজেলার সম্মেলন

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিরসরাই উপজেলার সম্মেলন গতকাল শনিবার মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমরেড ফরিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি কমরেড অধ্যাপক অশোক সাহা, সাধারণ সম্পাদক কমরেড অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, সমরজিৎ বড়ুয়া, কমল ভৌমিক, বদিউল আলম, ভব রঞ্জন নাথ ও জানে আলম। সম্মেলনে শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন কমরেড পলাশ কিশোর পাল। এতে কমরেড ফরিদুল ইসলামকে সভাপতি ও কমরেড পলাশ কিশোর পালকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট মিরসরাই উপজেলা কমিটি গঠন করা হয়। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের নায়ক ছিল সাধারণ ছাত্রশ্রমিকজনতা।গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের স্লোগান সামনে এলেও বৈষম্যমুক্তির পথ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে উঠানে জীবন্ত কবর দিচ্ছিলেন তিনি
পরবর্তী নিবন্ধ‘তরিকত চর্চায় আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান (রাঃ) ছিলেন উজ্জ্বল নক্ষত্র’