চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা উত্তর দুর্ভিক্ষ পীড়িত জনগণ যখন হতাশা আর অনিশ্চয়তায় নিমজ্জিত ঠিক তখনি শহীদ জিয়ার আবির্ভাব ঘটেছিল ধুমকেতুর মত। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে তিনি বার বার দেশকে মুক্ত করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আবার অস্ত্রহাতে যুদ্ধও করেছেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের অংশ। তিনি ছিলেন জেড ফোর্সের অধিনায়ক ও দুটি সেক্টরের কমান্ডার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়ার অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর দেওয়ান হাট সুপারীওয়ালা পাড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ২৩নং উত্তর পাটানটুলী ওয়ার্ড় বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এই যে পালিয়ে যাওয়া, আত্মগোপনে যাওয়া, সেটা একমাত্র আওয়ামী লীগই করেছে। কিন্তু বিএনপির রাজনীতি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি সেখানেই, প্রজন্ম থেকে প্রজন্ম যেখানে ক্রাইসিস যেখানে দুঃসময়। আর দুঃসময়ে শহীদ জিয়া নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল হালিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বুলু, রফিক মেম্বার, সিরাজুল মোস্তফা, আব্দুল মান্নান, আবু তাহের, মো. আজাদ, মো. সেলিম, আমিন উল্লাহ, সুলতান মাহমুদ সুমন, মো. ইলিয়াছ, মো. ইদ্রিছ, সুফি ইব্রাহিম, মো. ফারুক, মো. আরিফ, আমিন উল্লাহ বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।