মোখার যাত্রাপথে বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন–এর প্রতি সাধারণ মানুষের উদ্বেগ তীব্র ভাবে পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। ঘূর্ণিঝড় যখন ধ্বংসের মুখোমুখি দাঁড় করায় তখন আমরা উদ্বিগ্ন হই। আর মানুষ হয়ে যখন দ্বীপটি তিলেতিলে ধ্বংস করি আমরা নিজেরাই! যেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ অবৈধ সেখানে গড়ে উঠেছে ইট কংক্রিটের হোটেল মোটেল রেস্টুরেন্ট। কোন কোনটির দেয়ালে প্রবালের প্রলেপ! আবার যারা বেড়াতে যান তাদের অনেকেই স্মৃতির ভান্ডার সমৃদ্ধ করার জন্য নিয়ে আসেন প্রবাল। তারাই আবার দ্বীপটির জন্য কাঁদেন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হলে। আসুন এসব স্ববিরোধী আচরণ ফেলে দিয়ে সোচ্চার হই এই বলে : ১. সেন্ট মার্টিনের সব স্থায়ী কাঠামো ভেঙ্গে ফেলা হোক। ২. দ্বীপের প্রবাল ধ্বংস করা যাবে না। ৩. সেন্ট মার্টিনে গিয়ে দ্বীপ আর সাগর দূষণ করা যাবে না। ৪. সেন্ট মার্টিনের পর্যটক সংখ্যার দিক থেকে সীমিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।







