বাংলাদেশের উন্নয়নে ব্রিটিশ সরকার সবসময়েই পাশে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল। গত মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সাথে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্য ব্রিটিশ হাইকমিশন ঢাকার সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) ডয়ইন আদেল শিয়ানবোলা এবং ব্রায়োনি কর এ মন্তব্য করেন। প্রতিনিধি দল বলেন, স্বাধীনতার পরপরই ব্রিটিশ সরকার বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে যা বাংলাদেশকে কমনওয়েলথভুক্ত হতে সহায়তা করে। এছাড়া সদ্যস্বাধীন দেশের অবকাঠামোগত ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তায় নেতৃত্ব দিয়ে আসছে ব্রিটিশ সরকার। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে বন্ধু হয়ে রইবে ব্রিটিশ সরকার।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেলে ব্রিটেনের হিথ্রো বিমানবন্দর হয়ে দেশে ফিরেন। প্রথম পশ্চিমা দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্তির পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ব্রিটিশ সরকার থেকে বঙ্গবন্ধু অব্যাহত সহযোগিতা পান।
‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের নেতৃত্বে চট্টগ্রামবাসীর ভাগ্য বদলে লড়ছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্যখাত ও অবকাঠামোগত উন্নয়নে চসিক যে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে তার সুফল হবে দীর্ঘমেয়াদি ও টেকসই।’ সভায় আরো উপস্থিত ছিলেন সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।








