বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য কয়েক হাজার বছরের : ড. অনুপম সেন

প্রিমিয়ার ভার্সিটির সিএসই বিভাগে দেশীয় পিঠা ও ফল উৎসব | শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে নগরীর হাজারী লেইনস্থ ভবনে দেশীয় পিঠা ও ফল উৎসবের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার এই উৎসবে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। দেশীয় পিঠা ও ফল উৎসবের আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মো. আসিফ ইকবাল উৎসবে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বলেন, বলা হয়ে থাকে, বাঙালি জীবনে বারো মাসে তেরো পার্বণ। সিএসই বিভাগের আজকের দেশীয় পিঠা ও ফল উৎসব এই পার্বণের অংশ, বাঙালির ইতিহাসঐতিহ্যের অংশ। এ ঐতিহ্যকে রক্ষা করতে হবে। একে রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের।উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ দেশীয় পিঠা ও ফল উৎসবের আয়োজন করার জন্য সিএসই বিভাগ ও এই বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। উৎসবে বিভিন্ন রকমের পিঠা ও বিভিন্ন ফল প্রদর্শন করা হয়।

উৎসবে চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খেলাধূলা, মাটি ও তালপাতার তৈরি শিল্পকর্ম এবং হাতে বানানো গয়না প্রদর্শনীর আয়োজনও ছিল। সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষার্থী মহিমা আকতারের বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড লাভ
পরবর্তী নিবন্ধকিডনি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ প্রশংসনীয়