চট্টগ্রামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে তাই আজ সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে এবং তা সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস ও নাগরিক চ্যানেল।
প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। এখন সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রথম ম্যাচে ব্যাট–বল হাতে দারুণ পারফরমেন্স করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ের শুরুটা মন্থর হলেও ডেথ ওভারে ঝড় তোলেন দুই ক্যারিবীয় ব্যাটার শাই হোপ ও রভম্যান পাওয়েল। দু’জনে মিলে তিন ওভারে ৫১ রান যোগ করলে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩৩, নাসুম আহমেদের ২০, তাসকিন আহমেদের ১০ ও মোস্তাফিজুর রহমানের অপরাজিত ১১ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ।
সিরিজে সমতা আনতে হলে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচ শেষে লিটন বলেন, আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে সত্যি ভালো ব্যাটিং করেছে। উইকেট ধীর গতির ছিল। আমরা যদি শুরুতে উইকেট নিতে পারতাম তাহলে চাপে থাকত তারা। লিটন আরো বলেন, শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভালো বোলিং করেছি। আমরা এ ম্যাচে যা ভুল করেছি এসব থেকে দ্রুত আমাদের শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, যখন পরিকল্পনাগুলো কাজে লাগে তখন সব কাজই সহজ হয়ে যায়। বিশেষ করে অধিনায়ক হিসেবে। হোপ বলেন, সব কৃতিত্ব ছেলেদের। প্রথম ম্যাচে সব বিভাগেই ভালো খেলেছে তারা। এমন পারফরমেন্স ও ফলাফল দেখে আমি খুশি।
সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত টি–টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।












