বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দিবে বঙ্গবন্ধু টানেল

টানেল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সুজন পিঠা-পুলি ও মহেশখালীর খিলি পান দিয়ে আপ্যায়ন

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দিবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। দক্ষিণ পূর্ব এশিয়ায় নদীর তলদেশে প্রথম বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে ‘আমরা করবো জয়’এর উদ্যোগে গতকাল বুধবার নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দুই দিনব্যাপী টানেল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পতেঙ্গা সমুদ্র পাড়ের সুন্দর বিকেলে এক ঝাঁক শিশুদের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বিকাল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি সুজন বলেন, চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মেয়র নির্বাচনে ২৮ দফার ১টি দফা ছিল নদীর তলদেশে টানেল নির্মাণ। মহিউদ্দিন চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামকে টানেল নির্মাণের উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়ায় চট্টগ্রামবাসী গর্বিত। তাই প্রধানমন্ত্রীর আগমনকে উৎসব মুখর করতে দুই দিনব্যাপী টানেল উৎসবের আয়োজন করেছে আমরা করবো জয়। এর মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় বরণীয় করে রাখতে চাই। চট্টগ্রামের প্রতিটি নাগরিকের হৃদয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনী বার্তা পৌঁছাতে চায় আমরা করবো জয়।

ঘোড়ার গাড়ি এবং হাজারো জনতার হাতে লাল সবুজ বেলুন নিয়ে খোরশেদ আলম সুজনের নেতৃত্বে যখন বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয় তখন পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত হাজার হাজার উৎসুক পর্যটক হাততালি দিয়ে স্বাগত জানান। উৎসবে চাঁটগাইয়া ঐতিহ্যবাহী পিঠাপুলি এবং মহেশখালীর খিলি পান দিয়ে আগত অভ্যাগতদের আপ্যায়ন করেন আয়োজকরা। সন্ধ্যার নিভু নিভু আলোতে চাঁটগাইয়া গান যখন পুরো উৎসবকে মাতিয়ে তুলে ঠিক তখনই সাগরে চলন্ত স্পিডবোটের মিছিলে জ্বলে উঠে লাল সবুজের আলোর মেলা। মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে টানেল উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রোটারিয়ান মো. ইলিয়াছ, জহির উদ্দিন মো. বাবর, মোহাম্মদ ইলিয়াছ, দোস্ত মোহাম্মদ, সৈয়দ মো. জাকারিয়া, ইদ্রিস কাজেমী, মহরম আলী, আব্দুর রহমান মিয়া, নুরুল আলম, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, নুরুল আলম, মো. আলী, ওয়াহিদুল আলম, শাহাদাত হোসেন, কাউন্সিলর জিয়াউল হক সুমন, পুলক খাস্তগীর, আব্দুস সালাম মাসুম, নুরজাহান রুবী, হুরে আরা বিউটি, আজম খান, নুরুল কবির, মো. হোসেন, মো. ইলিয়াছ, মোরশেদ আলম, আফরোজা খানম, নাসিমা আকতার, সাজ্জাদ হোসেন, রেজাউল করিম ইরান, সমীর মহাজন লিটন, জাইদুল ইসলাম দুর্লভ, আব্দুর রহিম জিল্লু, রাজীব হাসান রাজন, মো. ওয়াসিম, ওয়াসিম আকরাম, ফেরদৌস মাহমুদ আলমগীর, পাভেল ইসলাম, নাঈম রনি, জয়নাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, সুজন বর্মণ, হাসানুল আলম সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশ-ভারত শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত’
পরবর্তী নিবন্ধমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে রোটারি