বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না : রাষ্ট্রদূত

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো আগ্রহ তার দেশের নেই। গতকাল বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চীনের ভূমিকা কী হবে। জবাবে রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, আগামীতে কাকে ক্ষমতায় আনবে। তিনি এও বলেন, চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। খবর বিডিনিউজের।

বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরির আগ্রহ চীন বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির একটি কারখানা স্থাপনে আগ্রহী বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, পদ্মা সেতুর পর আমরা বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে চাই। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। চীনা বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনেও বিনিয়োগ করতে চায়। দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ, সেসব ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে চীন পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগের আগ্রহের কথা বৈঠকে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত অবকাঠামো উন্নয়নের ব্যাপারে বলেছেন, দেশের দক্ষিণপশ্চিমাঞ্চল, খুলনাযশোর এলাকায় বিনিয়োগ কম হয়েছে। এখন পদ্মাসেতু হওয়ার পর ওখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ওই এলাকায় বিনিয়োগের জন্য যারা আসবেন, এ বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ৭ ডিম ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৮ বছরপূর্তি আজ