বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথের’র অনিত্য সভা আজ ও কাল

প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা, উদ্বোধক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাথেরর দুই দিনব্যাপী জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান আজ ও আগামীকাল শুক্রবার প্যারেড মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে।

আজ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে ড. জ্ঞানশ্রী মহাথেরর মরদেহ আনা হবে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মরদেহ গ্রহণ ও বেলা ২টা ৩০ মিনিটে শোকর‌্যালি উদ্বোধন করবেন। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারেড মাঠে নবনির্মিত অস্থায়ী আসনে মহাথেরর মরদেহ দর্শনের সুবিধার্থে সংরক্ষণ করা হবে।

আগামীকাল শুক্রবার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কারসহ সংঘদান, বিকালে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৌদ্ধ ধর্মীয়গুরু উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথের। আশীর্বাদ প্রদান করবেন চতুর্দশ সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উদ্বোধন করবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সংবর্ধিত অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য দেবেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেনবিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
পরবর্তী নিবন্ধসিরাজুল হক আজীবন আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটির খেদমত করে গেছেন