বাংলাদেশি নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি : নিরাপত্তা উপদেষ্টা

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অধিকার রয়েছে তা পূর্ণাঙ্গরূপে ভোগ করতে প্রস্তুত রয়েছি। সমপ্রতি বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলে অভিযোগ করার পর তিনি এমন মন্তব্য করেন। বিএনপি নেতার অভিযোগের জবাবে ড. খলিলুর রহমান গতকাল বলেন, এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। খবর বাসসের।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি। সমপ্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক।

পূর্ববর্তী নিবন্ধস্থলবাণিজ্যে নতুন নিষেধাজ্ঞায় ভারতের ব্যবসায়ীদেরই ক্ষতি হবে : বাণিজ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধঢাকার উড়ালসড়কে ৭০ ভরি সোনা লুটে পুলিশের চার সদস্য জড়িত