বাংলাদেশিদের রেকর্ড টাকা সুইস ব্যাংকে

| শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

আগের বছর কমলেও গত এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা টাকার পরিমাণ ৫৫ শতাংশ বেড়েছে; যা ১৯৯৬ সালের পর সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে সেখানকার ব্যাংকে থাকা অর্থে উল্লম্ফন হয়ে মোট ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঙ্ক হয়েছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯০ কোটি টাকা (প্রতি ফ্রাঙ্ক ৯৬.২ টাকা দর ধরে)। খবর বিডিনিউজের।
এসএনবির প্রতিবেদন বলছে, বাংলাদেশিদের নামে সেখানে রাখা অর্থের পরিমাণ আগের বছরের চেয়ে বেড়েছে ৩০ কোটি ৮১ লাখ ফ্রাঙ্ক (৫৪ দশমিক ৭৫ শতাংশ); টাকার হিসাবে যা প্রায় ২,৯৭০ কোটি টাকা। ২০২০ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে থাকা গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ ফ্রাঙ্ক। কোভিড মহামারীর মধ্যে সেবার জমা অর্থের পরিমাণ আগের বছরের চেয়ে কমেছিল ৭ শতাংশ। ২০১৯ সালে বাংলাদেশিদের নামে সেখানে জমা ছিল ৬০ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঙ্ক। সুইস কেন্দ্রীয় ব্যাংকটি এমন এক সময় প্রকাশ করল, যার এক সপ্তাহ আগে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বিদেশে পাচার করা অর্থ ফেরাতে কম কর দিয়ে দায়মুক্তির প্রস্তাব করেন। এ নিয়ে এখন ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বৃহস্পতিবারও সংসদে এ নিয়ে কথা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএম এ আজিজ স্টেডিয়ামে ফ্লাড লাইটের টাওয়ারে আগুন, আতংক
পরবর্তী নিবন্ধভোটে ভাতিজার হার, স্ট্রোকে মৃত্যু চাচার