বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

জুমাতুল বিদা

আজাদী ডেস্ক | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামসহ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। জুমাতুল বিদা উপলক্ষে নগরীর মসজিগুলো ছিল কানায় কানায় পূর্ণ। অনেক এলাকায় মসজিদ ছাড়িয়ে খোলা সড়কে চৈত্রের এ তীব্র রোদ ও গরম উপেক্ষা করে জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে সব পাপ ও অকল্যাণ থেকে ইহকাল ও পরকালের জন্য মুক্তি কামনা করা হয়। বিশেষ করে বাংলাদেশসহ গোটা বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুক্তি কামনা করা হয়।

জুমাতুল বিদাকে কেন্দ্র করে নামাজ শুরুর আগেই সব মসজিদ মানুষের ঢল নামে। তাই মসজিদ ছাড়িয়ে সড়কেও বিস্তৃত হয় জুমার নামাজ। ধর্মপ্রাণ মুসল্লিরা প্রচণ্ড রোদগরম উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জুমার দুই রাকাআত ফরজ নামাজ আদায় করেন। এর আগে মসজিদের মিম্বার থেকে জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহর রামাদান। অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান।’

পূর্ববর্তী নিবন্ধঈদে ফাঁকা নগরে গ্রিল কাটা পার্টির ভয়
পরবর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত