সিলেট টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও জিতে বাংলাদেশকে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করার ব্যাপারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। পরিকল্পনা অনুযায়ী খেলার উপর জোর দিচ্ছেন তিনি। সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন বলেন, আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দলের প্রক্রিয়া–পরিকল্পনাগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিবে। শুধু ১–০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোন প্রয়োজন নেই। এটিও ভাবার দরকার নেই যে, সিরিজ জিততেই হবে। নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকলেই সাফল্য আসবে বলে মনে করেন আরভিন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনা ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে পারলেই আমাদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগের থেকে ভাবা যাবে না। সিলেট টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে হারের বৃত্ত ভাঙ্গতে পারে জিম্বাবুয়ে। ২০২১ সালের পর টাইগারদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নেয় সফরকারীরা। প্রথম টেস্টে জিম্বাবুয়ের পেসারদের দাপটের সামনে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটিং। এর ফলে টেস্টে আধিপত্য বিস্তার করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের টার্গেট স্পর্শ করতে কিছুটা বেগ পেতে হলেও জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। নেটে ব্যাটিং অনুশীলনের পর চট্টগ্রামের উইকেট সর্ম্পকে ভালো ধারণা পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন। তার মতে, পেসারদের চেয়ে চট্টগ্রামে স্পিনাররা সুবিধা পাবে।