বাংলাদেশকে হুমকি ইংলিশ ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দারুণ কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ধর্মশালার মাঠে বড় স্কোর করার স্বপ্নে বিভোর তিনি। গতকাল রোববার ধর্মশালায় লিভিংস্টোন বলেন, ‘কন্ডিশনের কারণে বল খুব ভালো উড়ে। আপনি দেখলে এটা বুঝতে পারবেন। বাউন্ডারি মারতে এটি আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের লাইন আপে যে শক্তি আছে তাতে এটা আমাদের জন্য আরও ভালো হবে।’ নিজেদের পরের ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক হওয়ার সুযোগ আছে বলেও বিশ্বাস করেন লিভিংস্টোন, ‘এক ম্যাচ একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমাদের এই দলটার একটা বিষয় খুব ভালো যে যখন আমরা কোন ম্যাচ হেরে যাই তখন আমরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবারে আমাদের এমনটা করার সুযোগ আছে।’ ধর্মশালায় আগেও খেলেছেন লিভিংস্টোন। আইপিএলের সুবাদে এখানে এসেছে দলের আরও কিছু সদস্য। সেই কথাই শোনা গেল তার কণ্ঠে, ‘আমি, স্যামি (স্যাম কারান) এবং জস (বাটলার) সবাই এখানে খেলেছি। যা হয়ত আমাদের সহায়তা করবে। সেখানে আমার ভালো স্মৃতি আছে এবং আশা করি আমি সেটার পুনরাবৃত্তি করতে পারব।

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামীকাল ১০ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধদুই বছরের অপেক্ষার অবসান, উচ্ছ্বসিত পরীমণি
পরবর্তী নিবন্ধসাকিবের নেতৃত্বের প্রশংসায় স্টেইন