বাংলাদেশকে হারিয়ে কাবাডি সিরিজ জিতলো নেপাল

স্পোটর্স ডেস্ক | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে বাংলাদেশ নারী কাবাডি দলের আশা শেষ হয়ে গেল চতুর্থ ম্যাচেই। হাড্ডাহাড্ডি লড়াই করেও ২১১৭ পয়েন্টে হেরে গেল বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই ৩১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল। প্রথমার্ধে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ৩০ পয়েন্টে এগিয়ে যায় তারা। কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় নেপাল। প্রথমার্ধ শেষে নেপাল এগিয়ে ছিল মাত্র এক পয়েন্টে (১০)। দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখা যায়। দুই দলই পয়েন্টে এগিয়েপিড়ে চলছিল। এক পর্যায়ে স্কোর ছিল ১৪১৪। এরপরই বিতর্কের শুরু। বাংলাদেশের দাবি, একাধিক স্পষ্ট টাচ এবং বোনাস পয়েন্ট রেফারি নাকচ করে দেন। সময় শেষ হওয়ার আগেই খেলা শেষের বাঁশি বাজানো, রিভিউয়ের সিদ্ধান্তে পক্ষপাত সব মিলিয়ে হতাশ বাংলাদেশ শিবির। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের দেখা পেলেও চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেল দলটি। এখন সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধস্থগিত করা হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
পরবর্তী নিবন্ধবিকেএসপির তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন