ইনজুরি থেকে ফিরলেও দলের কম্বিনেশন ঠিক রাখতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। পরে খেলতে গিয়েছিলেন নেপালে ফ্রাঞ্জাইজি লিগে। সেখান থেকে আবার ইনজুরি নিয়ে ফিরেছেন। তামিমের সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও সেব নিয়ে তামিমের কিছু বলার নেই। দেশের সেরা এই ব্যাটসম্যান বলেছেন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে দলের প্রতি শুভ কামনা জানিয়ে রাখলেন তামিম। বিশ্বকাপ দলে না থাকায় জাতীয় লিগে খেলতে চেয়েছিলেন। কিন্তু আবার ইনজুরিতে পড়ায় সেটা আর হচ্ছেনা। যদিও এখনো জাতীয় লিগের চতুর্থ রাউন্ড খেলতে চান। তবে সামনে পাকিস্তান সিরিজ। সেটা নিয়েই আপাতত চিন্তা তামিমের।
বিশ্বকাপে খেলতে না পারায় খারাপ লাগলেও আক্ষেপ নেই তামিমের। তবে দলকে খুব মিস করছেন তিনি। গত দুই-আড়াই মাস ইনজুরি ও নিজের সিদ্ধান্তের কারণে দলের সঙ্গে নেই তামিম। তাই খারাপ লাগছে তার। বিশ্বকাপ দলে নিজে না থাকলেও বাংলাদেশ দল নিয়ে দারুণ আশাবাদি তামিম। দেশের এই ওপেনার মনে করেন বাংলাদেশ দল সেমি-ফাইনালে খেলতে পারলে তা হবে দারুণ অর্জন। মূল টুর্নামেন্টের আগে প্রথম পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। এটাও মূল বিশ্বকাপেরই অংশ। তামিমের আশা দল ভাল করবে। তামিম জানান দল ভালোভাবেই যাবে পরের রাউন্ডে। যদিও এ ধরনের প্রতিপক্ষের বিপক্ষে চাপ থাকে। তবে বাংলাদেশ এসব প্রতিপক্ষকে হারাতে পারবে বলেও বিশ্বাস তামিমের। দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের পাশাপাশি আত্নবিশ্বাসটাকেও বড় শক্তি মনে করছেন তামিম। আট নম্বর পর্যন্ত ভালো ব্যাটসম্যান আমাদের। এটা বড় শক্তি। দলের মূল বোলাররা খুব ভালো ফর্মে আছে। সব মিলিয়ে দলটা ব্যালান্সড। এখন পারফর্ম করার ব্যাপার।
তামিমের মতে এবারের বিশ্বকাপে কাউকে আলাদা করে ফেভারিট বলাটা কঠিন। কারন ২০ ওভারের খেরায় যেকোন কিছু হতে পারে। আইপিএলে আরব আমিরাতের উইকেটে ভিন্নতা ছিল। তবে বিশ্বকাপে কেমন উইকেট হয় এখানে সেটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন ওয়ানডেতে আমরা ভালো অবস্থানে আছি। অধিনায়ক হিসেবে আমি চাইব, আমরা যেন শীর্ষ চারে থেকে শেষ করতে পারি। সেটা করতে পারলে খুব খুশি হয়ে বিশ্বকাপে যেতে পারব।